নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে একটি বসত বাড়িতে পানির লাইনে কাজ করার সময় গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ খানে কাজ করতে আসা ২ মিস্ত্রী সহ ৫জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ২৭ই মার্চ শনিবার সকাল ১০টায় বন্দর থানাধীন নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় সোলেইমান মিয়ার ভাড়াটিয়া টিনসেড বাড়িতে এই দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন : ঐ বাড়ির মালিক সোলেইমান (৫০), ভাড়াটিয়া মহসিন (৪০),কবিলার মোড় এলাকায় মৃত মজাউদ্দিন মিয়ার ছেলে পাইপ মিস্ত্রী মনির (৫৫) এবং মৃত হানিফ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫০)। এ ঘটনায় আরো আহত হন নোয়াদ্দা এলাকার মামুন মিয়ার ছেলে মাহফুজ। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতেই অবস্থান করেছে।
জানা গেছে, শনিবার সকালে বন্দর নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় সোলেইমান মিয়ার বাড়িতে পানির লাইনের কাজ করার সময় পাশে থাকা গ্যাস সংযোগ থেকে যেকোনো লিংকেজ থেকে অগ্নিকান্ডটি ঘটতে পারে। তবে এ ঘটনায় স্থানীয়রা ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সংবাদে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।