বন্দরে কয়েল কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবৈধ ও বিষাক্ত ক্যামিক্যাল দ্বারা তৈরী নিউ কোবরা মশার কয়েল কারাখানা বন্ধের দাবীতে বন্দর উপজেলার মদনপুর ইউপি’র কেওঢালায় গ্রীণ কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের সম্মুখে স্থানীয় জনসাধারণ ও স্কুলের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে। স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষার্থে সোমবার সকালে এ মানব বন্ধনের ডাক দেয় স্থানীয় সচেতন মহল। মানব বন্ধনে অংশ নেয়া জনসাধারণ সাংবাদিকদের জানান ‘অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুকুনিয়া বাড়ীতে গড়ে তোলা উক্ত কয়েল কারখানা থেকে নির্গত বিষাক্ত ক্যামিক্যালের কারণে এলাকাবাসী কিডনী ও শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। যার কারণে পরিবেশ হুমকির মধ্যে পড়ে আছে। আমরা এর পরিত্রাণ চাই’। উক্ত মানব বন্ধনে স্থানীয় হাবিবুর রহমান, জুয়েল ভূঁইয়া, মিজান, মাহমুদ, হালিম, গোলজার, মুজাম্মেল, আফসানা, অনামিকা, মুকমিনা ,তিশা, মাসুদ, মৌসুমী, সুরভী, নাদিম, সোহেল, আসলাম, মহসীন, আলতাফ, ইকবাল, রাজু, শরিফ, রহিম সহ কয়েক শত স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন। অবৈধ নিউ কোবরা নামক কয়েল কারখানাটি দ্রুত বন্ধ করে স্থানীয়দেরকে বিভিন্ন রোগের কবল থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনার পাশাপাশি কয়েল কারখানাটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে সামনে আরও বড় ধরণের কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা। এদিকে ফ্যাক্টরীটি বন্ধে অচিরেই পরিবেশ মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও গণমাধ্যমকে এদিন জানান মানববন্ধনকারীরা।

add-content

আরও খবর

পঠিত