বন্দরে কোন রাজনীতি নয়, রাজনীতি করতে চাইলে ঢাকা যান
বন্দরে বস্তিবাসীদের নগদ অর্থ প্রদান কালে এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বন্দরের উন্নয়নে কোন রাজনীতি নেই। রাজনীতি করতে চাইলে বন্দরে নয় ঢাকা চলে যান। আমি কোন রাজনীতি দলের নই। আমি জনগণের, আমি ভোটের জন্য কাউকে অনুদান দেই না। আমি চাই বন্দরের জনগণের উন্নয়ন। চাই এ এলাকার শিক্ষার হার বৃদ্ধি, বেকারত্ব দুর করণসহ সুন্দর বন্দর গড়তে চাই। এ জন্য সরকারের সহযোগিতা নয়, জনগণের সহযোগিতা চাই। মঙ্গলবার ১২ জানুয়ারী সকালে বন্দরের সুরুজ্জামান টাওয়ারে তার ব্যক্তিগত তহবীল থেকে উচ্ছেদ হওয়া ময়মনসিংহ পট্টির জনপ্রতি ৫৪ হাজার ৫শ’ টাকা করে ৫২ জনকে  নগদ অনুদান দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর থানার ওসি নজরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান কমুল, আরাফত কবির ফাহিম প্রমুখ। ৫২ জনকে নগদ অনুদানের চেক বিতরণ শেষে ৮ জন চেক না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা হলেন নূর জাহান বেগম, রুনা বেগম, মমতাজ বেগম, কুলসুম রানী, জুলহাস মিয়া, মাদব দাস। তারা বলেন এমপির প্রতিশ্রুতি মোতাবেক আমরা নিজ উদ্যোগে আমরা ঘরবাড়ি ভেঙ্গে খোলা আকাশের নিচে চলে আসি। নেতারা ৬০ জনের তালিকা করেছিল। সেই তালিকা মোতাবেক আমরা টাকা পাওয়ার আশায় ব্যাংকে একাউন্টও করেছি। কিন্তু কার ইশারায় আমরা এমপির অনুদান পেলাম না তা জানিনা বলে কান্নায় ভেঙ্গে পড়েন। আমাদের দাবি এমপি সেলিম ওসমান আমাদের দিকে খেয়াল রাখবেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত