বন্দরে করোনায় পিতার মৃত্যুর পর মারা গেল মেয়ে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : করোনা আক্রান্ত হয়ে পিতা মৃত্যুর ১৫ দিন পর এবার গৃহবধূ আসমানী বেগম (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। ৩১ই মার্চ বুধবার রাত ১০টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু বরণ করে। নিহত গৃহবধূ আসমানী বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার মৃত আশাবুদ্দিন আশু ওরফে কোটিপতি মেয়ে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ই মার্চ রাতে করোনা রোগে আক্রান্ত হয়ে আলীনগর এলাকার  মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে আশাবুদ্দিন আশু ওরফে কোটিপতি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। পিতার মৃত্যুর ১৫ দিন পার না হতেই একই রোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে একই হাসপাতালে তারেই মেয়ে আসমানী বেগমের মৃত্যু হয়।

এলাকাবাসী আরো জানিয়েছে, ১৫ দিনের ব্যবধানে একই পরিবারে দুই জন করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। এ ছাড়াও তাদের বাড়ীতে মরহুম আশাবুদ্দিন আশু মিয়ার স্ত্রী নাজমা বেগম মেয়ে ইতি ও পুত্র বধূ মুক্তি করোনা রোগে আক্রান্ত হয়ে বাদের নিজ বাড়ীতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বর্তমানের তাদের অবস্থা আশংকা জনক বলে এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের এ কথা জানিয়েছে। আলীনগর এলাকায় করোনা মহামারি প্রকট আকার ধারন করায় সেচ্ছায় ওই এলাকার অনেক লোকজন এলাকা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বলে অপর একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, করোনা আক্রান্ত হয়ে গৃহবধূ মৃত্যু বিষযটি আমার জানা নেই। এ রকম কোন তথ্য আমার কাছে নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

add-content

আরও খবর

পঠিত