নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বিয়ে বাড়িতে এক কিশোরীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলায় বাবুর্চিসহ ১০জন গুরুতর জখমের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। আজ ২৫ই মে মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলাটি হয়।
এ ব্যাপারে মামলায় আহত নাদিম বাদী হয়ে অভিযুক্ত ৭জন আসামীসহ আরো ৪/৫জনকে অজ্ঞাত করে মামলাটি রুজু করা হয়। মামলা নং-২০(০৫)২১ইং। বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের মামলার সংবাদটি নিশ্চিৎ করেছেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছে : হাফেজীবাগ এলাকার দিপু ওরফে কাজল মিয়ার ছেলে মিলন(২০), একই এলাকার বিএনপি কর্মী রনি মিয়ার ছেলে রায়হান (১৯), কাজল মিয়ার ছেলে সানি (২২), দক্ষিণ কলাবাগ এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে সোলায়মান (২১), একই এলাকার সবুজ মিয়ার ছেলে সাইদুর (১৯), বন্দর রেলাইন এলাকার শাহ আলম মিয়ার ছেলে মৃদুল (২০), একই এলাকার রাকিব মিয়ার ছেলে আরমান (২০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
ঘটনা সুত্রে জানা গেছে, বন্দর ইউনিয়নস্থ কলাবাগ এলাকায় বন্দর হাফেজীবাগ এলাকার দিপু মিয়ার সন্ত্রাসী ছেলে মিলন, একই এলাকার বিএনপি কর্মী রনির উশৃঙ্খল ছেলে রায়হান, দক্ষিণ কলাবাগ এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে সোলায়মান, কাজল মিয়ার ছেলে সানি, সবুজ মিয়ার ছেলে সাইদুর, বন্দর রেলাইন এলাকার শাহ আলম মিয়ার ছেলে মৃদুল, রাকিব মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন কিশোর প্রতিদিনই কলাবাগ এলাকায় কিশোরী মেয়েদের উত্যক্ত করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত শনিবার কলাবাগ এলাকার এক বিয়ের অনুষ্ঠান চলাকালে স্থানীয় কিশোর নাদিমের কিশোরী বোনকে প্রকাশ্যে কিশোর গ্যং খ্যাত মিলন-রায়হান গংয়ের লোকজন উত্যক্ত করে। পরে ওই কিশোরী তার ভাই নাদিমকে জানালে তারা এসে ওই ইভটিজারদের সাথে এসে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের হোতা কলাবাগ এলাকায় বন্দর হাফেজীবাগ এলাকার দিপু মিয়ার সন্ত্রাসী ছেলে মিলন, একই এলাকার বিএনপি কর্মী রনির উশৃঙ্খল ছেলে রায়হান, দক্ষিণ কলাবাগ এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে সোলায়মান, কাজল মিয়ার ছেলে সানি, সবুজ মিয়ার ছেলে সাইদুর, বন্দর রেলাইন এলাকার শাহআলম মিয়ার ছেলে মৃদুল, রাকিব মিয়ার ছেলে আরমান মিলে নাদিমকে অকথ্য ভাষায় গালমন্দসহ কিল ঘুষি মারতে থাকে। এ সময় এলাকার প্রতিবেশী বাবুর্চি নূর হোসেন, আজহার, শুভ, হাসান, রাব্বিসহ আরো ২জন মহিলা এগিয়ে আসলে তাদেরসহ মোট ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে কিশোর অপরাধীরা। আহতদের মধ্যে বাবুর্চি নূর হোসেনসহ এক যুবকের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় আজ ২৫ই মে মঙ্গলবার রাতে নাদিম বাদী হয়ে অভিযুক্ত ৭ জন আসামীসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে মামলাটি রুজু করা হয়।