নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নির্বাচনে কাইয়ূম ও সারজাহান প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ উঠেছে। বুধবার ( ১১ সেপ্টেম্বর ) বিকেলে আমিন আবাসিক এলাকাস্থ লুৎফর মিয়ার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগের তথ্য জানান মোজাম্মেল ও লুৎফর প্যানেল।
সংবাদ সম্মেলনে আরচণ বিধি লঙ্গনের অভিযোগ তোলে সভাপতি প্রার্থী মোজাম্মেল হক বলেন, কাইয়ূম ও সারজাহান প্যানেলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তাদের প্যানেলের পিন্ট করা মগ ভোটারদের বাসায় জোর করে পৌছে দিয়ে ভোট চাইছে। তাদের কি উদ্দেশ্য এভাবে মগ দিয়ে ভোট চাইবে? এছাড়াও কাইয়ূম প্যানেলের কিছু প্রভাবশালী লোকজন আমাদের প্যানেলের কয়েকজনকে হুমকি দিচ্ছে নির্বাচন থেকে সরে দাড়াতে বলছে। এধরনের কর্মকান্ড করে নির্বাচনটাকে প্রশ্নবৃদ্ধ করার জন্য নিল নকশা করছে।
তিনি আরও বলেন, আমরা শুধু মাত্র আমিন আবাসিক এলাকার শান্তি শৃঙ্খলা ফেরাতে চাই। কারো সাথে আমাদের কোন দন্দ্ব নেই। আমাদের একটাই চাওয়া তা হলো সুষ্ঠু নির্বাচন। কেউ যেন প্রভাব্ বিস্তার না করতে পারে। কারণ নির্বাচন শেষে আমরা সবাই একত্রে কাজ করতে চাই।
সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী লুৎফর রহমান বলেন, আমরা বাড়িওয়ালাদের শান্তি রক্ষার্থে প্রতিটি গলিতে দুইপাশে গেইট করে দিবো। এতে করে বহিররাগত কেউ আড্ডা কিংবা মাদক বিক্রি করতে না পারে । সমাজের কোন কাজ করলে সকলের সহযোগীতা নিয়ে আমরা কাজ করবো। বিগত সময়ে আগের কমিটির সারজাহান গংরা আমিন আবাসিক এলাকায় বিশৃঙ্খল সৃষ্টি করে রেখেছে। বাড়িওয়ালাদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম, এসটি আলমগীর, সদস্য আলফাজ আলী সহ আমিন স্থানীয় বসিন্দা।