বন্দরে আওয়ামী লীগ নেতাদের অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিলেন এম.এ রশিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের ত্রান কমিটি নিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ইবরাহিম কাসেমের বিরুদ্ধে ওয়ার্ড কমিটির পদ বিক্রিতেও একই অভিযোগ। এ নিয়ে গণমাধ্যমেও ব্যপক সংবাদ দেখা গেছে। হয়েছে নানা আলোচনা সমালোচনা। গতকাল এক সাক্ষাতকারে এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

তিনি বলেন, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিন ত্রান কমিটি করার নামে অর্থ আদায় করেছে এমন একটি লিখিত অভিযোগ জেলা কমিটির কাছে দেওয়া হয়। বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং লিখিত অভিযোগ পাওয়ায় তাদের শোকজ করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন, আমার কাছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: আবু হাসনাত মো: শহিদ বাদলের সাক্ষরিত একটি লিখিত অডার এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আমার নেতা কর্মীদের সাথে আলোচনা করে মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইবরাহিম কাসেমের বিরুদ্ধে যে ওয়ার্ড কমিটির পদ বিক্রির অভিযোগ উঠেছে তা আমার মনে হয় মিথ্যা। কারন এখনো ওয়ার্ড কমিটি করার কোন পদক্ষেপ আমরা নেইনি, যেখানে এখন কোন কমিটি হচ্ছে না তাহলে টাকা নেয় কি করে।

এমএ রশিদ বলেন, তারপরও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইবরাহিম কাসেম যদি কারো কাছ থেকে পদ দেওয়ার কথা বলে কোন সুবিধা নিয়ে থাকে তাহলে আমার কাছে অথবা জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়া হোক আমরা ব্যবস্থা নেবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির সভাপতি জননেত্রী শেখ হাসিনা দূর্র্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ। যদি কেউ আওয়ামীলীগের পদে থেকে ও আওয়ামীলীগের নাম ব্যবহার করে দূর্নীতি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা আমাদের নেত্রীর নির্দেশ।

add-content

আরও খবর

পঠিত