নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার মৃত আ. বারেক প্রধানের ছেলে হাজী আ. মান্নান মাস্টারের ২৭০ শতাংশ সম্পত্তি অবৈধভাবে দখল করতে অর্ধশত কাঠ ও ফলজ গাছ কর্তন এবং পরিত্যক্ত মুরগীর খামারে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
এ অভিযোগে ভূক্তভোগী আ. মান্নান মাস্টার বাদী হয়ে স্থানীয় বালিগাঁও এলাকার মৃত. আবু ছিদ্দিকের ছেলে আল আমিন (২৮), আনর আলী (৫২), হাশেম আলী (৫০) ও আসন আলী (৪৮) মোট ৪জনকে বিবাদী করে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-১১৯২/২৯.০১.১৯।
অভিযোগের ভিত্তিতে ও ভূক্তভোগী আ. মান্নানের সাথে কথা বলে জানা গেছে, বন্দর থানাধীন কামতাল মৌজাস্থ এসএ-২১, ২৪, ২৩, ১৯, ২০, ২২, আরএস-৩৩, ৩৯, ৩১, ৩২, ৩৪, ৬৬ দাগে ২৭০ শতাংশ সম্পত্তি তিনি পৈত্রিক ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ঘর-বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। উক্ত সম্পত্তি নিয়ে বিবাদীগণের সাথে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। দেওয়ানী মামলা ৫৭৯/১০ বিচারাধীন থাকার পরও বিবাদীগণ উক্ত সম্পত্তি জবর দখল করতে বাদী আ. মান্নানকে নিয়মিত ভয়ভীতি দেখানো সহ হুমকি-ধমকি দিয়ে আসছে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত বিবাদীগণ ১৮/০১/১৯ তারিখ আনুমানিক সকাল ৯টায় আ. মান্নানের সম্পত্তিতে প্রবেশ করে ৫১টি বিভিন্ন কাঠ ও ফলজ গাছের কর্তন করে এবং পরিত্যক্ত মুরগীর খামারে ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করে। নিকটস্থ গ্রামের বিভিন্ন লোকজন সহ শুক্কুর আলী, অর্জত আলী ও আঃ ওয়াহাব এসে গাছ কর্তনে বাধা দিলে বিবাদীরা তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। এই পরিস্থিতিতে তার সম্পত্তি রক্ষার্থে প্রশাসনের সহায়তা ও হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী আ. মান্নান মাস্টার।
এ বিষয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।