নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বন্দরেও ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর প্রদান করা হয়েছে। আজ ২০ই জুন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির দলিল ও ঘরের চাবি হন্তান্তর উদ্বোধন করেন। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল ও ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিনসহ বন্দর উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।