বদলগাছীতে ক্লাবসোবল গেট কেটে মটর সাইকেল চুরি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ সংবাদ দাতা ) : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে একটি বাসার মেইন ক্লাবসোবল গেট কেটে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলা সদরে মাতাজী রোডের দক্ষিন পার্শ্বে জিয়ল মৌজায় অবস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান এর বাসার মেইন ক্লাবসোবল গেট কেটে সিড়ির নিচে রাখা তার বাসার ২য় তলার ভাড়াটিয়া রিপন হোসেন এর এ্যাপাসি আর টি এ (১৫০) সিসি মটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।

বাসার তৃতীয় তলায় বসবাসরত ওয়াজেদ আলী জানান, তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় নিচের তলায় এসে গেট খোলা ও মটর সাইকেল নেই দেখে চিৎকার করতে থাকলে গাড়ির মালিক রিপন ও প্রতিবেশিরা চুরির ঘটনা জানতে পারে। গাড়ির মালিক রিপন জানায়, গভীর রাতে বাসার চারপাশে কুকুর ডাকাডাকির শব্দ ও গেট খোলার শব্দ তিনি শুনেছেন। কিন্তু তিনি বুঝতে পারেন নাই তার মটর সাইকেলটি চুরি হচ্ছে। ওই রাতে তিনি প্রায় ৪ টা পর্যন্ত মোবাইলে ইউটিউবে সময় কাটিয়ে ঘুমিয়ে পড়েন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

add-content

আরও খবর

পঠিত