নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ সংবাদ দাতা ) : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে লাবন্য প্রভা পাইলট কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত:শ্রেণি প্রমিলা হ্যান্ডবল ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পিকে এস এফ এর আর্থিক সহযোগিতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে ৯ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় এই খেলার উদ্বোধন করা হয়। পরে শ্রেণি ভিত্তিক দৌড় ও প্রমিলা হ্যান্ডবল প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রূহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দীন বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মো: এমদাদুল হক দুলু, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার এজে এম এম আলমগীর, আবুল কালাম আজাম, ওয়াজেদ আলী প্রমূখ।