নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ সংবাদ দাতা ) : নওগাঁর বদলগাছীতে সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে ক্যানেলের গাছ কাটার হিড়িক পড়েছে।
জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি হইতে বলরামপুর মাঠের পাশ দিয়ে বয়ে চলা ক্যানেলটির দুই পাশ দিয়ে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের ক্যানেলের উভয় পাশে সারিসারি শিশু গাছসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। এই ক্যানেলের গাছগুলো প্রকাশ্যে দিবালোকে আদিবাসী (ভূঁইয়া) একটি অংশ এই গাছগুলো অবৈধ ভাবে কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজন তাদের বাঁধা দিলে মহিলারা হাঁসুয়া, দা, কুড়াল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও তারা নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে জন্যই কেউ তাদেরকে কিছু বলে না।
প্রত্যক্ষদর্শী দুধকুড়ি গ্রামের রেজাউল জানান গত শুক্রবার আনুমানিক ১২টার সময় বদলগাছী নতুন হাটে বসবাসকারী (সাগরির মা) সখিনা ভুইয়া সহ তার দলবল নিয়ে ঐ ক্যানেলের বড় বড় শিশু সহ নানা প্রজাতির গাছ কেটে নিয়ে চলে যায়। কিন্তু দেখার কেউ নেই। গাছ মানুষের যেমন পরম বন্ধু ঠিক তেমনি গাছ পরিবেশে ভারসাম্য রক্ষা করে। আর সেই গাছ এখন অবৈধ ভাবে গাছ খেকো মানুষের দ্বারা এভাবেই নিধন চলছে।
এভাবে গাছ নিধন হলে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এলাকার সচেতন মহলের দাবী এইসব বৃক্ষ দস্যুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ এর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সুনির্দিষ্ট প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।