নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মোঃ মজিবুর রহমান ): বছর ঘুরতেই চলে এসেছে শোকাবহ দিনটি। ২২ ফ্রেবুয়ারী সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইত্তেফাকের প্রবীন সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১ম মৃত্যুবার্ষিকী। আমরা শ্রদ্ধাভরা চিত্তে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। আজকে আমাদের মাথার উপর সেই মহিরুহের ছায়া নেই। আছে তাঁর দোয়া ও ভালবাসা। তিনি থাকবেন মহিরুহ হয়ে। কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এই জনপদে সাংবাদিকতার যে বীজ বপন করে গেছেন তা এখন ডালপালা গজিয়ে বিস্তৃত হয়েছে। দিনে দিনে এই আলোকিত অধ্যায় আরো সমৃদ্ধ হবে। তাঁর স্বপ্ন সার্থক হবে। তাঁর স্বপ্ন ছিল তাঁত অধ্যুষিত এই অঞ্চল থেকে একটি পত্রিকা প্রকাশ করা। জীবদ্দশায় তিনি তা শুরু করে গেছেন। তাঁর সেই স্বপ্নের পত্রিকা হচ্ছে ‘সাপ্তাহিক আমাদের আড়াইহাজার’। তিনি স্বল্প পরিসরে শুরু করলেও পাঠক, শুভাকাঙ্খি ও সূধীমহলের পৃষ্ঠপোষকতায় ‘সাপ্তাহিক আমাদের আড়াইহাজার’ আজকে অনেকটাই সমৃদ্ধ। রঙ্গিন ট্যাবলয়েড আকারে নিয়মিত তা প্রকাশিত হচ্ছে। সপ্তাহের নির্দিস্ট দিনে ( রোববার ) তা পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে। এ পর্যন্ত এর কোন ব্যত্যয় ঘটেনি। সাপ্তাহিক আমাদের আড়াইহাজার এর টীমওয়ার্ক অত্যন্ত শক্তিশালী।