নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহরের ৬৬/১ বঙ্গবন্ধু সড়কের জাহান সুপার মার্কেটের দক্ষিন পাশের শাখা সড়কটি উপকারে আসছে না সাধারন জনগনের। এমন অভিযোগ জানিয়েছে পথচারিসহ সাধারন জনগন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের রাস্তা দখল করে পাঁকা পিলার দিয়ে লোহার চেইন লাগিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার কারনে প্রতিদিন নানা র্দূঘটনার স্বিকার হচ্ছে সাধারন জনগন।
পথচারী ও মার্কেটের বিভিন্ন দোকানীরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছে, শহরের জাহান সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক র্দীঘ দিন ধরে রাস্তা দখল করে পাঁকা পিলার দিয়ে লোহার চেইন লাগিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখে। এ ছাড়াও একই স্থানে ব্যাংকে আগত অফিসার ও গ্রাহকদের নিয়ে আসা গাড়ী গুলো এলোপাথারী ভাবে রাস্তায় পার্কিং করে রাখার কারনে উক্ত শাখা সড়কে র্তীব্র যানযট সৃষ্টি হয়। মার্কেটে আগত ক্রেতাগনের মধ্যে বিশেষ করে মহিলা ও ছোট বাচ্চারা আইএফআইসি ব্যাংকের নিরাপত্তা বেষ্টনীর চেইনে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পরে আহত হতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে শহরের জাহান সুপার মার্কেটের এক দোকানী জানান, লোহার চেইন লাগিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখার কারনে সিটি কর্পোরেশনের রাস্তার একাংশ আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের দখলে চলে গেছে। রাস্তা দখলের কারনে সাধারণ জনগনের ওই রাস্তা দিয়ে চলাফেরার করতে মারাত্মক ভাবে বিঘœ সৃষ্টি হচ্ছে। অনেকেই এই সড়ক ব্যবহার করে স্কুল কলেজ ও অফিস আদালত এমনকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে থাকে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান, শহর থেকে যানযটমুক্ত কারার জন্য নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ আইভী ব্যাপক উদ্যোগ গ্রহন করে। এই সড়কে যানযটের মূল কারন হচ্ছে সেখানে অবাধে দোকানপাটসহ রিক্সা এবং সাইকেলের বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে। আজ আমি নিজেই ওই স্থানে যানযটে পরেছি। আমি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষটি সমাধান করব। যানযট নিরসন করে সাধারণ জনগনের ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের রুপকার মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সাধারন জনগন।