বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে শেখ হাসিনা- শাহ্ নিজাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় অচিরেই বঙ্গবন্ধুর সেই সপ্ন বাস্তবায়ন হবে । রবিবার ২৩ জানুয়ারী ফতুল্লা মুসলিমনগর এলাকায় হাজী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর উদ্যোগে গরীব ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন বর্তমানে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। দেশের এই উন্নয়নের দ্বারা অব্যহত থাকলে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। তাই আসুন দেশের উন্নয়নে সকলে মিলে কাজ করি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে সবাই ঐক্যবদ্ধ হই। একজন মাদকসেবী শুধু তার পরিবারই নয় পুরো সমাজকে ধ্বংস করে দিতে  পারে। তাই মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা এ.কে.এম শামীম ওসমান বলেছেন আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আপনারা এলাকার যে কোন উন্নয়নের জন্য আমার কাছে আসবেন আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। তাই আসুন এলাকার উন্নয়নের স্বার্থে আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করি।

মুসলিমনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ফজলুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগ নেতা এস.এম জিল্লুর রহমান লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.এ মান্নান, স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ হযরত আলী মাদবর, হাজী মোঃ আজিমদ্দিন মাদবর, হাজী কামাল উদ্দিন মদবর, হাজী শফিকুল ইসলাম, আমির হোসেন ভান্ডারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর প্রোঃ ও ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ সোহেল।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত