নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সরকারি ভবন নির্মাণ কাজের উদ্ধোধন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। ২রা সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করেন তিনি।
পুরস্কার বিতরণ কালে ডিসি মো. জসিম উদ্দিন অসহায় গৃহহীদের এক হাজার ঘর দেওয়ার কথা জানিয়ে বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে জীবন বাজি রেখে সাধ্যমতো চেষ্টা অব্যাহত রেখেছেন সবাই। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় সেই শিরিনের ভাই লেলিলেনের হাতে এবং কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার চেক তুলে দেন তিনি। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সরকারি দফতরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রতিবন্ধী কার্ড বিতরণ, উপজেলা পরিষদ জামে মসজিদের সংস্কার কাজ এবং জেলা গুদাম ও দূর্যোগ ব্যাবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক মো. জাহিদ হোসেন।
অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি), অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দিন ভুইয়া, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সালিমা শান্তা, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।