বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভ মিছিলটি মঠের ঘাট, মুড়াপাড়া বাজার সহ আশপাশের এলাকায় পদক্ষিণ করে। পরে কলেজের মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভা করেন ।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল ইসলাম সজিব, সাহিত্য সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা শাকিলা আক্তার, আরিফুল ইসলাম, ফজলে রাব্বি, আল আমিন, রফিকুল ইসলাম, জুয়েল মিয়া  ও নিহাল আহম্মেদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা তারা স্বধীনতার বিপক্ষের শক্তি। তারা বাংলাদেশকে অস্বীকার করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত জামায়াত-শিবির কর্মীদেও কঠোর শাস্তির দাবি জানান তারা। যে কোন সময় ছাত্র সংসদের নেতা কর্মীদেও উপর হামলার শঙ্কায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

add-content

আরও খবর

পঠিত