নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও বিভিন্ন স্থানে খিচুড়ি বিতরন করেছেন মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। শহরের ২নং রেলগেটস্থ মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। এরপর শহর যুবলীগ সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের উদ্যোগে শোক দিবসের দোয়া ও মিলাদে অংশ নিয়ে ডি.আই.টি আলী আহাম্মদ চুনকা পাঠাগারসহ বিভিন্নস্থানে গরীবদের মাঝে খিচুড়ি বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, শহর যুবলীগ সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা আবু সুফিয়ান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম মিমন প্রমুখ।