বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে : শ্রমিক নেতা পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, বঙ্গবন্ধুকে এই মাসেই হত্যা করে ওই পাকিস্তানী দোসররা চেয়েছিল দেশকে ধ্বংস করতে। তার কন্যাকেও এ মাসেই টার্গেট করা হয়েছিল। কিন্তু পাকিস্তানী প্রেতাত্মারা পারেনি। তাই দেশকে উন্নয়নের রোল মডেলে বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক লীগের আয়োজিত আলোচনা সভা ও শোক র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক প্রমূখ।

শ্রমিক নেতা পলাশ বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় শ্রমিক লীগ কাজ করছে। জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে। শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার বাইরেও সারা নারায়ণগঞ্জে ৩৪টি ট্রেড ইউনিয়ন করেছি। ঢাকার রাজপথে হোক যেকোন রাজপথে হোক জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে আমরা সবসময়ই আছি।

পরে আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়। এসময় শতাধিক ট্রাক বহরে হাজারো কর্মী সমর্থক কালো পতাকা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর মন্ডলপাড়া চত্বর ঘুরে পুনরায় আলীগঞ্জ লেবার হলের কাছে গিয়ে শেষ হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি এড. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আরাফাত, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওর্য়াকার্স নারায়ণঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি ও ইউপি মেম্বার মো. জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সোহেল, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ সভাপতি মো. আবুল হোসেন, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো. জজ মিয়াসহ আরো অনেকেই।

add-content

আরও খবর

পঠিত