নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, জঙ্গীবাদ বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। পাকিস্তান আমল থেকেই এটি চলে আসছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সাড়ে সাত কোটি লোক ঐক্যবদ্ধ হয়েছিল, তখনো ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানের অস্তিত্ব টিকিয়ে রাখতে ষড়যন্ত্র চালানো হয়েছিল। আমরা দেশকে স্বাধীন করে সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছিলাম। দেশ স্বাধীন হবার পরেও এই ষড়যন্ত্র থেমে থাকেনি। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি নতুন করে স্বাধীন দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে নব্য পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল।
রবিবার ৩১ জুলাই বিকালে শহরের ডিআইটি মসজিদের সামনের সড়কে অনুষ্ঠিত মহানগর শ্রমিকলীগের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই আজ দেশ ধ্বংসের লক্ষ্যে জঙ্গিরূপ ধারণ করেছে।বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। তার অদম্য প্রচেষ্টায় বিদেশের বাজারে এদেশের জিএসপি সুবিধা বৃদ্ধি পেয়েছে। গ্রাম বাংলার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। চিকিৎসা খাতে আগের তুলনায় অভাবনীয় পরিবর্তন এসেছে। এ সরকারের হাত ধরে দেশ ইতিমধ্যেই নিন্ম-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
শিল্পমন্ত্রী বলেন, ঠিক যেই মূহুর্তে জননেত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ কে সামনে রেখে বিশ্বের মানচিত্রে এ দেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে, সেই মূহুর্তে তার এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে যুদ্ধাপরাধীরা উঠে পড়ে লেগেছে। জঙ্গী ইস্যু দিয়ে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে সন্ত্রাসী দেশ হিসেবে পরিণত করার পাঁয়তারা করছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক-শ্রমিক ও সাধারণ জনতাকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা এসকল ষড়যন্ত্র কঠোর হাতে দমন করে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করবেন ইনশা আল্লাহ।
মহানগর শ্রমিকলীগ সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহাম্মেদ বাবুল। এছাড়াও অভিষেক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ, ঘাতক দালাল র্নিমূল কমিটির জেলা সভাপতি সদস্য চন্দন শীল,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-নিজাম, র্কাযকরি সদস্য শাখাওয়াত হোসনে সুমন।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে কিছু ডা: যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যারা আওয়ামীলীগের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। তবে দীর্ঘ ২০ বছর পর আজ নারায়ণগঞ্জের আওয়ামীলীগ একত্রিত হতে পেরেছি। তবে এই ঐক্য নির্বাচনে জয় লাভের জন্যে নয়, এই ঐক্য এম.পি হওয়ার জন্যে নয়, এই ঐক্য নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ঐতিহ্য ফিরিয়ে আনার ঐক্য।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন সাজনু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ১৩ নং আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, ওর্য়াড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, দপ্তর সম্পাদক নান্নু সহ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।