নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত উন্নিতকরণ নগরীর পাশেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বক্তাবলী ইউনিয়নবাসীর জন্য এবার একটি হাসপাতাল করার সহযোগিতার আশ্বাস দিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম শওকত আলী। শনিবার (১৯ডিসেম্বর) দুপুরে ইউনিয়নটির ছমির নগর এলাকায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও বক্তাবলী পল্লী উন্নয়ন সমবায় সমিতির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্তয় করেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় প্রতিটি গ্রামে এখন উন্নয়ন হচ্ছে। এই বক্তাবলী এলাকায় একটা সময় যখন আসতাম আমার লজ্জা লাগতো। তবে এই এলাকার রাস্তাগুলোতে আমি কাজ করে দিয়েছি। এখন এই এলাকার মানুষের অনেকটা কষ্ট দূর হয়েছে। আগামীতে যদি জনপ্রতিনিধি থাকি এমপি শামীম ওসমান এর সাহায্য নিয়ে এখানে হাসপাতাল করার জন্য আমি বলিষ্ঠ ভূমিকা রাখবো।
এ সময় যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে ১ হাজার অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এরপর শীতের আগমনকে স্বাগত জানিয়ে পিঠা উৎসব করা হয়।এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি করোনায় আক্রান্ত এহসানুল হক নিপুর সুস্থ্যতা কামনা সহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি করোনা বীর নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর ভূয়সী প্রশংসা করে চেয়ারম্যান শওকত বলেন, কাউন্সিলর খোরশেদের সাথে এই প্রোগ্রামে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। দলমতের উর্ধ্বে এসে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং খোরশেদ জিয়াউর রহমানেরে আদর্শের রাজনীতি করেন। তবে জনপ্রতিনিধি হওয়ায় একটি দিক আমাদের মিল রয়েছে, তা হলো জনগনের সেবার আদর্শ।করোনকালীন সময়ে অনেকেই যখন ঘরে বসে রয়েছে, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট কামরুল হাসান, সেক্রেটারী শফিকুল ইসলাম বাবু, সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, গোরকুল স্কুলের সভাপতি নাজির হোসেন, ছাত্র লীগ নেতা মুশফিকুর রহমান শিশির, কাউন্সিলর খোরশেদের স্ত্রী করোনা যোদ্ধা লুনা খন্দকার, খাদিজা আক্তার শিখা, ব্যবসায়ী ইদ্রিস আলী দেওয়ান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ইয়াহিয়া আলম উৎসাস, রোটারিয়ান রাজু, রোটারিয়ান বাতেন, উজ্জ্বল, পলিন দেওয়ান, জাবেদ, বাবু, কাশেম, জলিল।
চেয়ারম্যান আরো বলেন, রোটারি ক্লাব ও বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে যে, মহৎ কাজ করে যাচ্ছে তাদের এই কাজকে সাধুবাদ জানাই। তারা বক্তাবলীতে হাসপাতাল করার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানাই। যদি আইনের কোন ব্যক্তয় না ঘটে আমি নিজে অর্থায়ন দিতে রাজি আছি। তারপরেও যেন এখানে একটি হাসপাতাল হয়।আমি আগামীতে চেয়ারম্যান হবো তা আমি কখনো ভাবিনা। আমার চেয়ে ভালো অন্য কেউ হতে পারে। তবে সবসময়ই আপনার ডাকবেন ভাই হিসেবে আমি আপনাদের পাশে থাকবো।
এছাড়াও রোটারিয়ান দোলন ও তুহিন হাসান মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাসান আলী মাদবর, জহির উদ্দিন মাদবর, শাহাবুদ্দিন মাদবর, মোঃ আলেক চাঁন, শামসুল হুদা মাষ্টার, বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহ- সভাপতি আলম মিয়া, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক সবুজ আহমেদ, অর্থ সম্পাদক এমদাদ মোল্লা, প্রধান উপদেষ্টা পিয়ার শেখ, সদস্য নিজাম উদ্দীন, রহিম বাদশা, রবিউল, আলী আহমদ, রুবেল, মাসুদ, শরীফ, পিয়াস, মাইনুদ্দিন, ফারুক, জামাল, শাহীনসহ প্রমূখ।