বক্তাবলীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে মুমূর্ষু ফাহিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( নিজস্ব প্রতবেদক ) : ফতুল্লায় ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফাহিম নামে এক কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আলীরটেকের সাবেক মেম্বারের ছেলের বিরুদ্ধে। গত ৯ ডিসেম্বর রাত ১১ টার দিকে বক্তাবলীর রাধানগরে লেংটার মেলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফাহিম মুমুর্ষু অবস্থায় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বড় ভাই সাংবাদিক কাউসার মাহবুব।

অভিযোগে জানা গেছে, বক্তাবলী সংরক্ষিত আসনের সাবেক মেম্বার ময়নার ছেলে আল আমিন ও তার কিশোর গ্যাংয়ের বাহিনী এ ঘটনাটি ঘটিয়েছে। ওইসময় ফাহিমকে সুইচগিয়ার ছুরি দিয়ে আঘাত করে আলআমিন। আর ফাহিমের সাথে থাকা দুই বন্ধুকেও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করেছে তার সহযোগীরা। এ ঘটনায় আল আমিনকে প্রধান করে সাহেদসহ অজ্ঞাত ৫ জনকে বিবাদী করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আহত ফাহিম তার নানা বাড়ী সংলগ্ন লেংটার মেলায় খালাতো ভাইকে খুজতে যাওয়ার পথে বিবাদী আলআমিন ও তার সহযোগীরা একজন কিশোরীকে উক্ত্যক্ত করছিলো। ফাহিম তা দেখে প্রতিবাদ করতে গেলে তারা বেধরক পেটায়। পরে ফাহিমকে হত্যার উদ্দেশ্যে সুইচগিয়ার দিয়ে আঘাত করে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুজ্জামান জানান, বিবাদীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে, অভিযোগ পাওয়ার পরপরই আমরা আাসমীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। এবং তা চলমান থাকবে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজায়ুল হক দিপু বলেন, অভিযুক্ত আল আমিনসহ সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত