ফ্রী গার্ভেজ ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করবে টিম খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : প্রতি বছরের মত এবারো পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ৩০ কেজি বর্জ্য ধারণ ক্ষমতার ২২ ইঞ্চি ও ৩৪ ইঞ্চি সাইজের ৪ হাজার গার্ভেজ পলিব্যাগ ও ২০০ গ্রামের ব্লিচিং পাউডারের ৮ হাজার প্যাকেট মহানগরীতে বিতরণ করবে মানবিক সংগঠন টিম খোরশেদ।

উল্লেখ্য যে, গত ১৯ বছর যাবত নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিজ উদ্যেগে প্রতি বছর নিজ ওয়ার্ড সহ মহানগরীর বিভিন্ন স্থানে ব্লিচিং বিতরণ কার্যক্রম চালু করেন। গত ৩ বছর যাবৎ বর্জ্য অপসারণের জন্য গার্ভেজ পলিব্যাগ দেয়া শুরু হয়েছে।

৮ই জুলাই শুক্রবার এক বার্তায় কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের পক্ষ থেকে টিম খোরশেদের সদস্যরা নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনারা কোরবানীর বর্জ্য গার্ভেজ পলি ব্যাগে ভরে মুখ বন্ধ করে নিজ বাড়ীর রাস্তার সামনে রাখবেন ঈদের দিন দুপুর থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা তা সংগ্রহ করে নিয়ে যাবে। এবং কোরবানীর পরে জবাইকৃত স্থান পানি দিয়ে পরিস্কার করে সেখানে আমাদের দেয়া ব্লিচিং ছিটিয়ে দিবেন, যাতে পরিবেশ পরিচ্ছদ থাকে ও দুর্গন্ধময় না হয়। তিনি বর্জ্য অপসারণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

add-content

আরও খবর

পঠিত