ফেসবুকে পোষ্ট, ভোলায় সংঘর্ষে রণক্ষেত্র : নিহত-৪, আহত শতাধিক

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ : ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। নিহত চারজনের মধ্যে দুইজন ছাত্র বলে জানা গেছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মালম্বী এক ব্যক্তি আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ মুসুল্লি।  তারা বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলের বিপ্লব চন্দ্র নামে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় পুলিশসহ আহত শতাধিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশকে হাসপাতালে নিলেও সাধারণ মানুষ বিভিন্ন ঘরে আটকা পড়েছেন। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জেও। গুরুতর গুলিবিদ্ধ ৮ জনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি বজায় রেখে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয় পুলিশ । সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গ্রামগঞ্জ থেকে মুসুল্লিরা শহর অভিমুখে আসতে থাকে। একপর্যায়ে একটি মিছিল অশৃঙ্খলভাবে এগুলে পুলিশ বাধা দেয়। এরপর বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রুপ নেয়।

add-content

আরও খবর

পঠিত