নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও মাস্ক না পড়ে ঘুরাফেরার অপরাধে আবারো ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩১ আগস্ট সোমবার বেলা ১২টায় চাষাঢ়া মোড় ও শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এরআগে একই অপরাধে ২৫ জনকে জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল আইন ২০১৮ এর ২৫ এর ২ ধারা মোতাবেক ৬ জনকে জরিমানা করা হয়।
আব্দুল মতিন খান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রায় প্রতিদিনই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আজ দুপুর ১২টায় চাষাঢ়া মোড় ও শহীদ মিনারে এ বিষয়ে একটি অভিযোন পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ে ঘুরাফেরার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, আমরা সবাই জানি, করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা দেখলাম, শহীদ মিনারে স্কুল কলেজের শিক্ষার্থীদের ভিড়। কাধে ব্যাগ ঝুলিয়ে তারা আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। আমি অভিভাবকদের অনুরোধ করবো, আপনারা সচেতন হন এবং সন্তানদের অযথা বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত রাখুন।
প্রসঙ্গত, এরআগে ৩০ আগস্ট রবিবার নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার, সমবায় মার্কেট, খাঁজা মার্কেটসহ নগরীর জনসমাগম বেশি হয় এমন পয়েন্টগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। একই অপরাধে ২৫ জনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে রুবেল রানা জানান, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে চলাফেরা ও সামাজিক দূরত্ব না মানার জন্য ২৫ জনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। আসলে অর্থদন্ড এখানে মুখ্য নয়। আমরা মূলত জনসাধারণকে এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে এই অভিযান পরিচালনা করেছি।