নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীর ইসদাইরে রাজা মিয়া (৪০) নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় নিহতের বোন মোমেনা বেগম (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। ২৯ই জুন মঙ্গলবার দুপুরে নিহতের বোন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিহত অটোরিক্সা চালক রাজা মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ির বিশ্রামগাছির মৃত মবেজ মিয়ার পুত্র ও মাসদাইরস্থ কাজী বাড়ীর গলির আবুল হাজীর বাড়ীতে ভাড়ায় বসবাস করে মোহাম্মদ আলীর গ্যারেজের অটোরিক্সা চালিয়ে জীবিকা পরিচালনা করে আসছিলো।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, তার ভাই মোহাম্মদ আলীর গ্যারেজ থেকে প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে অটোরিক্সা নিয়ে বের হয়। রাত অনুমানিক তিনটার দিকে ফতুল্লা থানার ইসদাইর পৌর স্টেডিয়ামের অনুমান ১০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারী বাদীর ভাই নিহত অটোরিক্সা চালক রাজা মিয়াকে ভয়ভীতি দেখাইয়া তাহার সাথে থাকা মোবাইল, টাকা পয়সা ও অটো বাইকটি ছিনাইয়ে নেওয়ার সময় তার ভাইয়ের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা ধারালো ছোরা দ্বারা গলায় ও পিঠের নিচে কোমড়ের উপরে আঘাত করিয়া গুরুতর জখম করে হত্যা করে সাথে থাকা একটি বাটন মোবাইল ফোন ও একটি পুরাতন অটোরিক্সা ছিনাইয়া নিয়া যায় এবং দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি বাটবিহীন স্টিলের চাকু ঘটনাস্থলে ফেলাইয়া রাখিয়া যায়। পরবর্তীতে রাত ৪টার দিকে গ্যারেজ মালিক মোহাম্মদ আলীর ছেলে মুন্নার মাধ্যমে তিনি জানতে পারেন যে তার ভাইকে যাত্রী বেশে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিক্সা নিয়ে চলে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমানুর জানায়, অটোরিক্সা চালক নিহতের ঘটনায় নিহতের বোন মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২৯ই জুন মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে রাজা (৫৫) নামের এক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন। কিছু দিন আগে তার স্ত্রী মারা গেছেন। তবে তার দুই সন্তান রয়েছে। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে স্বামীর সংসারে থাকেন এবং আট বছর বয়সী ছেলে নিয়ে ভাড়াবাসায় থাকেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় আট বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে ইজিবাইক চালাতেন। ভোর রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করে। এ সময় হয়তো চালক রাজা মিয়া তাদের বাধা দেয়। ওই সময় রাজা মিয়ার গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই সময় শরীরের আরও কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়। এর পর রাজা মিয়ার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়া হয়। হত্যাকারীদের সন্ধানে গ্রেফতারে অভিযান চলছে।