নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল। দিনব্যাপী নেতাকর্মী ও জনসাধারণ তার সাথে কুশল বিনিময় করেছেন। এছাড়াও কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রবিবার (১৪ নভেম্বর) নৌকার ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, যুবলীগ নেতা কাসেম ও সুমন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাশিপুর ইউনিয়নে বিপুল ভোটে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হন এম সাইফুল্লাহ বাদল। বিজয় লাভ করার পর থেকে তার দলীয় কার্যালয় এবং বাসভবনে তার কর্মীসমর্থকরা প্রতিদিনই ভিড় জমাতে থাকে। জানাচ্ছে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।