ফুটপাত হকারমুক্ত করতে নাসিক ও জেলা পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নগর প্রতিনিধি): নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর ফুটপাত হকারমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন । ২০ জুলাই বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এছাড়াও উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি আব্দুল মালেক, (তদন্ত) আব্দুর রাজ্জাক, ট্রাফিকের ওসি শরফুদ্দিন সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একদল কর্মী।

1

এ অভিযানে নগরীর ২নং রেল গেইট এলাকা থেকে চাষাড়া হয়ে খানপুর, কালীরবাজার ও ফলপট্টী পর্যন্ত ছোট বড় প্রায় ৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগরীর বি.বি রোডে অবস্থিত সুগন্ধা প্লাস ও এ্যাটেল মাটি রেঁস্তোরাসহ সুনামধন্য হোটেল এবং দোকানের নির্দিষ্ট সীমানা অতিবাহীত হওয়া ছাউনি গুলোও।

2

এব্যাপারে সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, ঈদের পূর্বে ফুটপাত হকার মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিলো। তবে সাংসদের মানবিকতার কারনে পূনরায় হকারদের ফুটপাতে বসার সুযোগ দেয়া হয়েছিলো। কিন্তু ঈদের পরেও হকাররা ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। তাই জনদূর্ভোগ লাঘবের উদ্দেশ্যে নগরীতে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যা নিয়মিত চলবে বলেও জানান তিনি। এদিকে ঈদ পর্যন্ত বসার অনুমতি থাকলেও হকাররা সাংসদের দোহাই দিয়ে ঈদের পরেও ফুটপাত দখল করে রাখে হকাররা। যার প্রেক্ষিতে নগরী জুড়ে হকার উচ্ছেদ করে পুলিশ প্রশাসন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত