ফারাবি ইসলামের কন্ঠে, সাজ্জাদ মির্জা ও উজ্জল খানের একক এ্যালবাম- স্বপ্নের পথে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিনোদন ডেক্স ) : প্রথমবারের মত সিডি চয়েস এর ব্যানার থেকে প্রকাশ পেল সঙ্গীত শিল্পী সাজ্জাদ মির্জা ও উজ্জল খান এর একক এ্যালবাম “স্বপ্নের পথে”। এ্যালবামটিতে ডুয়েল কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমির ফারাবি ইসলাম। সুর ও কম্পোজিশন করেছেন রাব্বি আরাবি ও রিমো বিপ্লব। আর গীতিকার হিসাবে কাজ করেছেন জীবক বড়ুয়া, রাফিউজ্জামান রাফি ও মামুন। কো আর্টিস্ট হিসাবে কাজ করেছেন পিঙ্ক সুজি বড়ুয়া ও ফারাবি ইসলাম। এ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। তার মধ্যে ডুয়েট গান রয়েছে ৩টি।

সাজ্জাদ মির্জা বলেন, আল্লাহর রহমতে আমি আর আমার বন্ধু উজ্জল খান এই এ্যালবামটি করতে পেরেছি। স্রোতা মহল থেকে অনেকর্ ভালো সাড়া পাচ্ছি। অনেক দিন পরিশ্রম করে এ এ্যালবামটির জন্য কাজ করেছি। এতে স্রোতাদের মনে সামান্য ভালো লাগাতে পারলেই আমার স্বার্থকতা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি।

এ্যালবামটি সম্পর্কে সাজ্জাদ মির্জা জানায়, এই এ্যালবামটি তে যারা আমার সাথে কাজ করেছেন তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বোঝে না সে গানটি নিয়ে আমি শ্রোতাদের কাছে খুব আশাবাদী, কারণ আমার সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারাবি ইসলাম। সে বরাবরের মতোই অসাধারণ গায়। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। এটি একেবারেই একটি ভিন্নমাত্রার গান। ভালো গানের শ্রোতারা এ গানটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। । আমার মনে হয় ভালোবাসা দিবসেও এই গানটি অন্যরকম আনন্দ দেবে শ্রোতাদের।

add-content

আরও খবর

পঠিত