ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার নতুন সবক অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট এবং হিফয মাদ্রাসার নতুন সবক ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় নাসিক ২২ নং ওয়ার্ড আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসার ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পারভেজ হাসানের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা ও কোমলমতি শিশুদের নতুন সবক প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরন করে নেন প্রধান আলোচক আমিন আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আলামিন।

অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য প্রদানকালে মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি তথা বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মারধর না করে যত্ন সহকারে শিক্ষাদানের বিশেষ আহবান করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকার শিক্ষার দিকে কঠোর নজর দিয়েছেন। উন্নত দেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। পরিশেষে সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে ফাতহুল উম্মাসহ মাদ্রাসার শতভাগ সফলতা কামনা করেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: শারজাহান, মাদ্রাসার প্রিন্সিপাল শরিফ হাসান, সাধারণ সম্পাদক হবিবুল্লাহ মান্নানী, শিক্ষক রেজাউল করিম, আলী হায়দার, হাফেজ জিয়াউর রহমান, মাদ্রসার কোষাধ্যক্ষ বশির আহমেদ। এয়াড়া আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা শেখ মমিন, মো: মাকসুদ ও মো: হোসেনসহ অভিভাবকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত