নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : খেলা হবে, খেলা হবে, খেলা হবে ! খেলা হয়েছেও, খেলাটি হল নারায়ণগঞ্জ পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট। যে খেলায় অংশগ্রহন করেছেন নারায়ণগঞ্জের মন্ত্রী, এমপি, ডিসি ও সাংবাদিক। তবে বঞ্চিত হলেন বাংলাদেশের খ্যাতিমান দুই জন সুপরিচিত ব্যক্তি।
যাদের মধ্যে অন্যতম হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি যেমন স্লোগানে প্রকম্পিত করেন রাজপথ তেমনি সাধারণ মানুষের দাবী আদায়ে সংসদে রাখেন জালাময়ী বক্তব্য। আর খেলা হবে এই চীর পরিচিত ডায়ালগটিও উনারই একটি বক্তব্যের অংশ বিশেষ।
অপরজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। তিনি যেমনি এশিয়া মহাদেশের অন্যতম নারী মেয়র। তেমনি নারায়ণগঞ্জের পৌরসভা থেকে সিটি নিবার্চনে হ্যাট্রিক বিজয়ী ও প্রতিবাদী কন্ঠস্বর।
কিন্তু সম্প্রতি এক আদেশের প্রেক্ষিতে এসপি হারুন অর রশিদ হেড কোর্য়াটারে বদলী হওয়ায় এ ফুটবল খেলা থেকে বঞ্চিত হলেন আলোচিত এমপি ও মেয়র। ভেঙ্গে গেল যেন নারায়ণগঞ্জবাসীর বুক বাধা একটি প্রত্যাশা।
সকলেই অপেক্ষায় ছিল কবে হবে খেলা, এমপি শামীম ওসমান বনাম পুলিশ সুপার হারুন অথবা পুলিশ সুপার হারুন বনাম মেয়র ডা. সেলিনা হায়াত আইভী একাদশ !
তবে হঠাৎ এমন অনাকাঙ্খিত ঘটনার পর থেকেই চায়ের টেবিল থেকে অনলাইনে জুড়ে চলছে নানা সাালোচনার ঝড়। আর অনেকই মন্তব্য করছে এমন বিদায়ের মাধ্যমে ফাঁকা মাঠে গোল খেলেন এসপি হারুন অর রশিদ।