নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : মতলব উত্তর উপজেলার মায়া বীরবিক্রম স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর মঙ্গলবার বিকেলে প্রথম সেমি ফাইনাল ম্যাচে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বনাম ফরাজীকান্দি ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। নিদির্ষ্ট সময়ে খেলা গোল শুন্য থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফরাজীকান্দি ইউনিয়ন ৪-৩ গোলে জয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়।
খেলা উপভোগ করেছেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। স্বস্ত্রীক সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রধান’সহ উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিকসহ হাজারো দর্শক।
মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে ফতেপুর পশ্চিম ইউনিয়নকে ট্রাইবেকারে হারিয়ে ফরাজীকান্দি ফাইনালে।