নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ফুলের টপে গাঁজা চাষ করার অভিযোগে দুই চাষীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে ৬ টি গাঁজার গাছ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-ওই এলাকার নূরুদ্দিন কাজির ছেলে নাঈম কাজী (২৩) ও একই এলাকার সালেহ আহম্মেদের ছেলে সানি (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, আটক নাঈম তার ঘরের বারান্দায় ফুলের টবে গাঁজা গাছের চাষ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় ৬ টি গাঁজার গাছ জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার প্রতিবেশী সানির বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।