নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের ভাইস চেয়ারম্যান আলী আসগর ইমন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির সেন্টু ও নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন। এসময় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিম এটিএন বাংলা ও এটিএন নিউজের ভাইস চেয়ারম্যান আলী আসগর ইমনের হাতে একটি বই তুলে দেয়।
এসময় এটিএন বাংলা ও এটিএন নিউজের ভাইস চেয়ারম্যান আলী আসগর ইমন বলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ ফতুল্লা প্রেস ক্লাবের পাশে রয়েছে। যে কোন প্রয়োজনে ফতুল্লা প্রেস ক্লাবের থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এছাড়াও তিনি প্রেস ক্লাবের সুনাম বৃদ্ধি এবং সংবাদ কর্মীদের আরো কর্মদক্ষ হতে যে কোন ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন। তিনি সংগঠনকে সামনে এগিয়ে নিতে এবং সংবাদ কর্মীদের বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে আরো সর্তক হওয়ারও আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জি,এ রাজু,ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মোকলেসুর রহমান তোতা প্রমুখ।