ফতুল্লা ডিআইটি মাঠে পাগলনীর কান্ড !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব সংবাদদাতা) : ফতুল্লার ঐতিহ্যবাহী ডিআইটি মাঠে বসবাসরত বস্তিবাসীকে জনৈক এক রোহিঙ্গা পরিচয়দানকারী পাগলনী মহিলা ৪হাজার টাকা খরচ করে বিরানী রান্না করে খাওয়াচ্ছে সবাইকে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।এলাকাবাসী ও পথচারীর মাঝে কৌতুহল সৃষ্টি হচ্ছে।এঘটনা ঘটেছে ১০ জানুয়ারী বিকেলে।

এলাকাসূত্রে জানাযায়, ফতুল্লা বাজার ঐতিহ্যবাহী ডি.আই.টি মাঠে গত ৮ জানুয়ারী ভোর ৬টায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী দেখতে পায় ৫০ থেকে ৬০ বছর বয়সী নারী পাগল মাহিলা বসে আছে। এসময় সে চিৎকার দিয়ে বলে ,‘আমি শেখ হাসিনার বোন। আমি রোহিঙ্গা নারী ’। আশে পাশের লোকজন ভীড় করতে থাকে।

এসময় ঐ পাগল মহিলা মাঠের বস্তি বাসীর বাসায় যায়। সে মাঠে নিজে রান্না করে খাবার খায়। বস্তিবাসীরা তার রান্না করা খাবার খেতে চাইলে ১০ জানুয়ারী বিকেলে ঐ পাগলা মহিলা মাঠের বস্তিবাসীর জন্য ৪ হাজার টাকা বিরানী রান্নার উপাদান কিনে বাবুর্চী দ্বারা রান্না করে। এসময় সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করলে সে নিজেকে রোহিঙ্গা বলে জানায় । তবে এই সময় মাঠের ঐ নারী পাগলনীকে দেখতে শতশত মানুষের ভীর জমায় মাঠে।

add-content

আরও খবর

পঠিত