নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় বিএনপি দলের রাজনৈতিক পরিচয়ে নির্মাণাধীন ভবন মালিকের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে নির্মাণ কাজ স্থগিত করে দেয়ার হুমকী দিয়েছে স্থানীয় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের কতিপয় নেতা। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফেরদৌস মোল্লা।
ভুক্তভোগীদের অভিযোগে বিবাদিরা হলেন, মো. ফারুক ওরফে ডাব ফারুক, কালু সোহাগ, আলী আকবর, আলী আহমদসহ অজ্ঞাত আরো ৬-৮জন। তারা জানায়, বেশ কয়দিন ধরেই বিবাদীরা বিএনপির নেতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে কুতুবপুর ইউনিয়নের শহীদ নগর এলাকায় মদিনা টাওয়ারে মহড়া দিচ্ছেন। পর্যায়ক্রমে গত ১৩ ফেব্রুয়ারি সকালে ফারুক, কালু সোহাগ, আলী আকবর, আলী আহমদ সহ অজ্ঞাত ও আরো সাত থেকে আট জন আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদার দাবি করে।
আমরা চাঁদা দিতে অস্বীকার করলে ১৬ ফেব্রুয়ারি সকালে উল্লেখিত সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করছে। সূত্রে জানা যায়, ফারুক ওরফে ডাব ফারুক কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে থাকে। সোহাগ ৫নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি। এ বিষয়ে বিবাদি ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আমরা গিয়েছিলাম নির্মাণাধিন মালামাল দদবো সে উদ্দেশ্যে। কিন্ত চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মদিনা টাওয়ারে আগে আওয়ামীলীগের লোকজন দিতো।
তারা এখনও কিভাবে তাদের কাছ থেকেই মালামাল নেয়, সেটা নিয়ে আমরা নিষেধ করি। যেহেতু আমরা বহু কষ্টে এই আওয়ামীলীগরে সরিয়েছি। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর জানায়, কাগজ এখনো হাতে পাই নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।