ফতুল্লায় ‍বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারে ৩৬হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দোকোনে মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার  ( ৩ মে ) সকাল থেকে সদর উপজেলার পাগলা ও ফতুল্লা  বাজারে বিভিন্ন পণ্যজাত প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরচিালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক বরিশাল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স মারুফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা,মেসার্স শাপলা টেডার্সকে ৫হাজার, রসুলপুর এন্টারপ্রাইজকে ৩হাজার টাকা এবং ফতুল্লা বাজার, সদর উপজেলায় মেসার্স নাজমা রাইস এজেন্সিকে ১০হাজার টাকা এবং আল-মদিনা রাইস এজেন্সিকে ৮ হাজার টাকা সহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কর্তৃক ৬ টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও পরিচালক প্রশাসন মহোদয়ের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক এসব বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অভিজান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে সাধারণ মানুষের কাছে কোন দোকান প্রতিষ্ঠান যেন অধিক মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, ভোক্তাদের অধিকার সংরক্ষনে আমরা কাজ করছি।  ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করতে এবং আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করে যাচ্ছি। আমরা অভিযানের মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে সতকর্ক করছি, আবার কাউকে জরিমানা করা হচ্ছে। যাতে করে ভবিষ্যতে এধরণের কাজ না করে।

 এসময় অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা এনএস আই এবং পুলিশের একটি টিম।

add-content

আরও খবর

পঠিত