ফতুল্লায় ২ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লায় দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

হাসনাবাদ ট্রেডার্সের ম্যানেজার প্রদীপ দাস জানান, বিল্লাল মাঝির ট্রলারটি সিমেন্ট ফ্যাক্টরী থেকে দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে হাসনাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফতুল্লায় খেয়াঘাটের দক্ষিণ পাশে যাত্রা বিরতি দেয়। এসময় ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন (ওয়াটার ওয়েজ) এর প্রবল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত দুই হাজার বস্তা সিমেন্টের মধ্যে ১৫০ বস্তা সিমেন্টসহ ট্রলারটি উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা।

এব্যাপারে ফতুল্লা মডেল থানা ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এবিষয়ে কোন অভিযোগ পাননি বলে জানান।

add-content

আরও খবর

পঠিত