নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ): ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ২শ ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার জানান, এস,আই , কাজী এনামুলহক ও এ,এস,আই তারেক আজিজ গত ২১ ডিসেম্বর রাতে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (২৪) কে গ্রেপ্তার করেছে। সে বরগুনার জেলার আমতলী থানাধীন কড়াইবাড়ী ইউনিয়নের মো. মো. বাবুল মিয়ার ছেলে। সে পিলকুনি পাঁচতলা এলাকায় বসবাস করে আসছে। এস,আই সাইফুর রহমান গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার নরসিংপুর এলাকায় মাদক অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঐ এলাকার নুরু মিয়ার ছেলে দুলাল ওরফে রনি (৩২) দেওভোগ এলাকার নাদু সাধুর ছেলে মনা বাবু (৪৫)।
এস,আই আরিফুর রহমান গত দুপুর ২টায় পঞ্চবটি এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, দাপাইদ্রাকপুর এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে রাকিব (২৫),পঞ্চবটির মেথর খোলা এলাকার খলিলুর রহমানের ছেলে হানিফ (২০),দাপাইদ্রাকপুর এলাকার পাইলট স্কুলের পাশেই বাদল মিয়ার ভাড়াটিয়া আবু বক্করের ছেলে আল-আমিন (২০) এবং ইব্রাহিম (৪৫)। এস,আই, ফজলুল হক গত ২১ ডিসেম্বর রাতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়ব আক্তার রনি (৩১) কে গ্রেপ্তার করেছে। সে ভূইগড় এলাকার মৃত জালাল উদ্দিন ভূইয়ার ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ভাবে মাদক নিয়ন্ত্রন আইনে মালা দায়ের করেছে।