নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে নারায়ণগঞ্জে ২টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) সদর উপজেলার ফতুল্লা এলাকার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তত ও সংরক্ষণ করায় নন্দলালপুর পাগলা এলাকার বিসমিল্লাহ বেকারীকে ৪০ হাজার এবং ভূইগড় এলাকায় আশরাফুল ফুড প্রোডাক্টস কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে অংশ নিয়ে সার্বিকভাবে সহযোগীতায় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছি । অভিযানকালে সংশ্লিষ্ট পণ্যের গায়ে ওজন, পরিমান উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি লিপিবদ্ধ না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তত ও সংরক্ষণ করায় সদর উপজেলার বিসমিল্লাহ বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আশরাফুল ফুড প্রোডাক্টস কে ৩৮ ধারায় অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।