নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নকল পণ্য উৎপাদন এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় ২ টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ফতুল্লার শহীদ নগর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালিয়ে ওই ২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম দল।
জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করিছি। এরই ধারাবিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শহীদ নগর এলাকায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দি বেষ্ট রিয়েল ফুড প্রোডাক্টস ও ফরিয়া ট্রেডিং নামে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় নকল পণ্য উৎপাদন এবং পণ্যের গায়ে মূল্য না থাকার দায়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দি বেষ্ট রিয়েল ফুড প্রোডাক্টস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর ৫০ ধারায় ১ লক্ষ টাকা, ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান ফরিয়া ট্রেডিংকে ৪৩ ধারা মোতাবেক ১০ হাজার টাকা, এবং ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা, মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।