ফতুল্লায় ১৫০ বাড়ি-ঘর প্লাবিত, পরিদর্শন করলেন নাহিদা বারিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার কয়েকটি এলাকা। অন্যদিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে শীতলক্ষ্যার পানি। গত ২৪ ঘন্টায় শীতলক্ষ্যা নদীর পানি বেড়েছে ২ সেমি।

বুড়িগঙ্গা নদীর পানি বেড়ে এনায়েতনগর ইউনিয়নের একাধিক এলাকা প্লাবিত হয়েছে জানা গেছে। এ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্য ধর্মগঞ্জ ও পশ্চিম ধর্মগঞ্জের প্রায় ১৫০টি বাড়ি প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে এ লাকার প্রায় তিন শতাধিক মানুষ।

৫ আগস্ট বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি পানবন্দী মানুষের সাথে কথা বলেন, সার্বিক খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শীতলক্ষ্যা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শীতলক্ষ্যার পয়েন্টে পানি বেড়েছে ২ সে.মি.। তাছাড়া বিপদসীমার ২০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ নদীর পানি। গতকাল বুধবার সকাল ৯টার পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতির উপর প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

ফলে প্লাবিত হয়েছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিচু এলাকা। তলিয়ে গেছে বন্দর ঘাট সংলগ্ন বাজার এবং দোকানপাট। নদী পারাপারের জেটি ডুবে যাওয়ায় যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। গত কয়েকদিন শীতলক্ষ্যায় পানি কমতে শুরু করেছিল। কিন্তু নতুন করে এই পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর মাঝিদের মতে গতকাল সকাল থেকে ৭/৮ সেমি পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত