ফতুল্লায় ১২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : গত ২৯ ই জুন ব্হৃস্পতিবার রামনগর এলাকা হতে রাত সাড়ে ৯টায় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ । ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ ও এএসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রামনগর এলাকা হতে মাদক ব্যবসায়ী দাদন গাজী (৩২),পিতা: মৃত আঃ কাদির, সাং- কানাইনগর , থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ ও আঃ আজিজ সুমন (৩৫), পিতা – মৃত আসমত আলী, সাং : রামনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এই দুজনকে ১২৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।

add-content

আরও খবর

পঠিত