নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানসহ ৩ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোরে গাবতলী এলাকায় ইয়াসিন মিয়ার দুইতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের আশস্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন রেজা কাজী, তার স্ত্রীজামিলা ও তার মেয়ে মিতু আক্তার।
বাড়ির মালিক ইয়াসিন মিয়া জানান, ভোরে হঠাৎ করে ঘরের ভেতরে আগুনের সুত্রপাত হয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ণ ইউনিট নিয়ে যায়। তবে আগুন কিভাব লাগলো তারাই বলতে পারবে। রেজা পেশায় ভ্যানে করে মনোহরি বিক্রেতা। সে পাবনা জেলার আহম্মদপুর গ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে।