নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার বক্তাবলী কানাই নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সালাউদ্দিন (৬০) কে মারধর করেছে আলমগীর হোসেন ও তার ছেলেরা। এ ঘটনায় ২২ ডিসেম্বর সকালে ফতুল্লা মডেল থানায় সালাউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৭৬(১২)১৭।
এ মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার বক্তাবলীর কানাই নগর এলাকার মৃত হাজী অশক আলীর ছেলে মো. সালাউদ্দিন । তার সাথে এই এলাকার আলমগীর হোসেনের সাথে বিরোধ চলে আসছে।পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ ডিসেম্বর দুপুর ২টায় আলমগীর হোসেনের ছেলে আনিস (২২),আতিক (২০) ও তাদের সহযোগিরা সালাউদ্দিনকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শেষে ২২ ডিসেম্বর (শুক্রবার) আলমগীরসহ ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।