ফতুল্লায় শতাধিক ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১০৫ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়েছে। ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর জোড়াপুলস্থ মো. নাজিরের চায়ের দোকানের দক্ষিণ পার্শ্বের রাস্তা থেকে হোসেনকে ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়।

জানা যায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে সাড়াশি অভিযান চালালে ইয়াবা সহ হাতেনাতে আটক হয় মো. হোসেন। কিন্তু তৎক্ষনাৎ পালিয়ে যায় মাদক স¤্রাট জাবেদ আলী (২৯)। ইদ্রাকপুর এলাকার মো. মাসুদের ছেলে মো. হোসেন ও আলা উদ্দিন হোসেনের ছেলে জাবেদ আলী দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা বিক্রি সহ ছিনতাই করে আসছিল। তাদের উৎপাতে এলাকাবাসী ছিল অতিষ্ট। এলাকার সাধারণ মানুষ মাদক ব্যবসায়ী হোসেনের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করলেও হোসেনের গডফাদার জাবেদকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান এলাকাবাসী। আটককৃত মাদক ব্যবসায়ী মো. হোসেন ও পলাতক জাবেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নারায়ণগঞ্জ ডিএনসি জানায়।

add-content

আরও খবর

পঠিত