ফতুল্লায় রাসেল আটক, অধরা ছিনতাই চক্রের মূলহোতা সোহরাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কাওসার আহমেদ ) : নারায়ণগঞ্জের ফতুলায় রাসেল (২৭) নামে এক পেশাদার ছিনতাইকারিকে আটক করেছে এলাকাবাসী। ১৩ই আগস্ট শুক্রবার রাত ৯ টার দিকে ভোলাইল এনায়েতনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এনায়েতনগর এলাকার মো.টিটু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তবে ছিনতাই সদস্য চক্রের মূলহোতা সোহরাব রয়েছে অধরা।

এর আগে গত ১২ই আগস্ট বৃহস্পতিবার রাতে ভোলাইল এলাকার এন.আর. গ্রুপ নামের গার্মেন্টস এর সামনে ৩ পেশাদার ছিনতাইকারি কবলে পড়ে মো. লিমন (২২) নামে এক যুবক। পেশায় তিনি গার্মেন্টস কর্মী। এ সময় ছিনতাইকারি ওই গার্মেন্টস কর্মীর গলায় ছুরি ধরে একটি দামি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায় বলে জানা যায়।

এদিকে শুক্রবার রাত ১০ টার দিকে ভোলাইল এন.আর. গ্রুপ নামের গার্মেন্টস এর সামনে থেকে ছিনতাইকারি ৩ সদস্য থেকে ১ সদস্যকে দেখতে পেয়ে ধরার সময় পালানোর চেষ্টাকালে আটক করে ভোলাইল এলাকাবাসী। এরপর স্থানীয় মানুষ এসে ছিনতাইকারি থেকে বিভিন্ন তথ্য নিয়ে গোপন আস্তানা থেকে তার ছিনতাইকারী সহযোগীতার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। তবে সেই ছিনতাই মোবাইলটি লিমন এর ছিলো না। সেটা অন্য একজনের মোবাইল ছিলো বলে জানা যায়। জানা যায়, রাসেলের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের ভাষ্যমতে আটককৃত ছিনতাইকারি রাসেল গরীব ও অসহায় সেই বিবেচনায় রাসেলের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের জিম্মায় রাসেলকে ছেড়ে দেওয়া হয়।

আটককৃত ছিনতাইকারি কাছ থেকে জানা যায়, তাদের ৫ সদস্যের একটি চক্র বেশ কিছু দিন যাবত ঢাকা-মুন্সিগঞ্জ রোডে ভোলাইল এলাকার এন.আর. গ্রুপ নামের গার্মেন্টস এর সামনে প্রতিদিন ভোর সকালে ও রাত হলেই নিরিহ মানুষদের সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছুরি দিয়ে ভয় দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

এছাড়াও আরো জানা যায়, এনায়েতনগরের স্থায়ী বাসিন্দা ও ছিনতাই সদস্য চক্রের মূলহোতা সোহরাব (৪৭)। তার সাপোটের মাধ্যমে ওই এলাকায় চুরি ও ছিনতাই হয়ে থাকে। ছিনতাইকারি রাসেলের স্বীকারোক্তিতে ছিনতাইকারীর মূলহোতা সোহরাব কে ফোন করে নিয়ে আসা হয় এবং ছিনতাইকারি রাসেল জানায় সোহরাব তাদের দলনেতা বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত