ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী ও শ্বাশুড়িকে মারধর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার চাঁনমারী মাওরাপট্টি এলাকায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত করেছে পাষন্ড স্বামী রুবেল । এব্যাপারে ফতুল্লা মডেল থানায় আমেনা (৪৪) বাদী হয়ে গতকাল (১০ডিসেম্বর)বিকেলে রুবেলসহ ৩/৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগসূত্রে জানাযায়, ফতুল্লার চাঁনমারী মাওরাপট্টি এলাকায় মৃত সহিদের স্ত্রী  আমেনা বেগম এর মেয়ে সুমা আক্তার (২৩) । তাকে ইসলামের শরীয়ত মোতাবেক রুবেলের সাথে বিবাহ সম্পন্ন করেছে। রুবেল নতুন কোর্ট এলাকার মোহাম্মদ হকের ছেলে। রুবেল তার শ্বশুর বাড়ি থেকে ২লক্ষ টাকা যৌতুক চেয়ে স্ত্রী সুমা কে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে।

সে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নিযার্তন সহ্য করতে না পেরে তার মাকে সব কিছু জানায়। গত ৩০ নভেম্বর রাতে ও ১০ ডিসেম্বর রাতে যৌতুকের দাবীতে সুমাকে রুবেল মারধর করেছে। সুমাকে মারধরের খবর শুনে তার মা আমেনা বেগম আসলে তাকেও মারধর করেছে।

add-content

আরও খবর

পঠিত