নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় বৈশাখী মেলায় বেড়াতে গিয়ে কিশোরী গণধর্ষণের ঘটনায় পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামির নাম আল আমিন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পহেলা বৈশাখ সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ১৪ বছরের এক কিশোরী ফতুল্লার মাহমুদপুর এলাকায় বৈশাখী মেলায় বেড়াতে যায়। বেড়ানো শেষে ওই এলাকার রহিমা আক্তার নামে তার এক বান্ধবীর বাসায় বেড়াতে যায়। সেখানে বান্ধবীর দেবর শরীফ তাকে কৌশলে চারতলা বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে পালাক্রমে আল আমিন, শরীফ ও তার ভাগনে বরকত আলী ধর্ষণ করে।
ওসি আরো জানান, ঘটনাটি পরদিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করে ওই কিশোরীর পরিবার। রাতেই সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে পুলিশ মাহমুদপুর এলাকায় গিয়ে আল আমিনকে গ্রেফতার করে। ধর্ষণের ঘটনাস্থল দুই থানার মাঝামাঝি হওয়ায় পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।