নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ ফতুল্লায় পাওনা টাকা পরিশোধের জেরে আবদুল কাশেম চৌধুরী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ১০ মার্চ সকাল ৯ টায় ফতুল্লা থানাধীন কুতুবপুরের দেলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেলিম নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল কাশেম একই এলাকার মৃত ইসলাক চৌধুরীর ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে দেলপাড়া বাজার এলাকায় বসবাস করতেন। নিহত কাশেম ওই এলাকার একটি প্যাকেজিং কারখানায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
হত্যার কারন জানতে চাইলে পরিবারের সদস্যরা জানান, সকাল ৯ টায় তার লাশ মিলের ভেতর দেখা যায়। তার মাথা রড দিয়ে থেঁতলে দেয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলা হয়েছে। শুনেছি মালিক পক্ষ টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি। পাওনা টাকা চাইতে গিয়েই এই হত্যাকান্ড হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান জানান, মালিক পক্ষের সাথে নিহত আবদুল কাশেমের আর্থিক লেনদেন ছিল। এ কারনে এ হত্যাকান্ড হতে পারে। তাছাড়া তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর পুলিশ মিলটি সিলগালা করে দিয়ে যায়। ঘটনার পরপরই ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।